বাংলাদেশ প্রতিদিন কক্সবাজার জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর সদস্য সায়েদ জালাল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ জোহর শহরের লাল দীঘির পাড়স্থ বায়তুর রহমান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে মাহফিলে দৈনিক হিমছড়ির প্রধান সম্পাদক আলহাজ আলী হাছান চৌধুরী, ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক জিএএম আশেক উল্লাহ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের জেলা সভাপতি নুরুল ইসলাম হেলালী, বাংলাদেশ প্রতিদিনের উখিয়া প্রতিনিধি শফিক আজাদসহ অসংখ্য সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মাহফিলে সাংবাদিক জালালের সুস্থতা কামনা করে দেয়া ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইউনুছ ফরাজি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক জালাল স্ট্রোক করেন। প্রথমে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শুক্রবার দিবাগত রাত সোয়া বারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে রেফার করেন। শনিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের আইসিউইতে সাংবাদিক জালালকে রাখা হয়। এরপরও অবস্থার কোন উন্নতি না হওয়ায় সেখান থেকে ঢাকায় রেফার করেছেন দায়িত্বরত চিকিৎসক।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৬/ রশিদা