মেহেরপুরের গাংনীতে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা গাংনী উপজেলার গাড়াডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার পরপরই বিদ্যালয় ছুটি দিয়ে অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
গাড়াডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিফা নাজনিন জানান, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে সকাল ১১টার দিকে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। তারপরই ৫ম শ্রেণির ফিরোজ আহমেদ (১০), নয়ন হোসেন (১০), জ্যোতি (১০), ৪র্থ শ্রেণির সিয়াম (৯), নয়ন আহমেদসহ একে একে ১২ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গাংনী হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. এম কে রেজা জানান, এ ঘটনায় আতংকিত হওয়ার কিছু নেই। আজকের মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৬/ রশিদা