খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার নেত্রকোনা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলটি পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। পরবর্তীতে সমাবেশ শেষে কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
জানা গেছে, জেলা বিএনপির উদ্যোগে সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হতে চাইলে পুলিশ মিছিলে বাধা প্রদান করে। পরে দলীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশ করে চলে যাওয়ার পর পার্টি অফিসে ভাংচুরের ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ারুল হক জানান, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে জেলা বিএনপি শনিবার সকাল ১১টায় ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করে নেতাকর্মীরা অফিস ত্যাগ করার পর ছাত্রলীগ নেতাকর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে এসে অফিসে হামলা ও আসবাবপত্র ভাংচুর করে। তিনি এ হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনি বলেন, নেত্রকোনা পরিবেশ অত্যন্ত শান্ত ছিল। বিএনপি কর্মসূচীর নামে পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে। ছাত্রলীগ জেলা শহরে মিছিল করলেও বিএনপি অফিসে হামলা বা ভাংচুর চালায়নি। এটি তাদের অভ্যন্তরীন কোন্দলের বহিঃপ্রকাশ।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন