বগুড়ার সোনাতলা উপজেলার পাঠানপাড়ায় দুই গ্রুপের ধানকাটা নিয়ে সংঘর্ষের জের ধরে উপজেলা প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার দুপুর ১ টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান ১৪৪ ধারা জারী করার বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বগুড়ার সোনাতলা উপজেলায় পাঠানপাড়া বিলে দির্ঘদিন ধরে লিজ নেয়া জমিতে ধান আবাদ করে আসছিল একই এলাকার মোঃ সেলিম। এবারো আগামজাতের ধান আবাদ করেছে। শনিবার সকালে একই গ্রামের আব্দুস সামাদ নিজের জমি দাবি করে লোকজন নিয়ে ধান কাটতে যায়। ধান কাটতে গেলে সেলিম এর লোকজন বাধা দেয়। এনিয়ে সেলিম ও সামাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে যায়। উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতরা গ্রেফতার এড়াতে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে ১৪৪ ধারা জারি করেন।
বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, শনিবার দুপুর ১ টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত ওই গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বগুড়ার সহকারি পুলিশ সুপার (এ সার্কেল) সাব্বির আহম্মেদ সরফরাজ জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ২৫ রাউন্ড ফাঁকাগুলি ছোঁড়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন