বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ও জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
আজ শনিবার সকালে শহরের হাফরাস্তা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নাটোর সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ঘুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ সোহেল, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম আফতাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ রনি, বিএনপি নেতা জহির উদ্দিন ও ছাত্রদল নেতা চপল।
বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা ও জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন