ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোবারকগঞ্জ চিনি কলের সামনে শনিবার বিকালে যাত্রবাহী বাস উল্টে দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, বাসচালক হানেফ আলী (৪৫) ও সুপার ভাইজার আবুল হাসেম (৩০)।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিকাল ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী পলাশ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-০২৯৩) একটি যাত্রীবাহী বাস কালীগঞ্জ উপজেলা শহর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মিল গেটে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় বাসের চালক ও সুপারভাইজার নিহত ও ২৫ জন আহত হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে রেফার্ড করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন