বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়না জারির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার সকালে নগরীর সদর রোডের বিএনপি কার্যালয় চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের গেটে তাদের আটকে দেয় পুলিশ। এরপরে ছাত্রদল নেতাকর্মীরা তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা ও মহানগর যৌথভাবে বিক্ষোভ কর্মসূচী পালন করে। মিছিল শুরুর আগে বিএনপি কার্যালয় চত্বরে ছাত্র সমাবেশে বক্তৃতা করেন জেলার আহ্বায়ক মাসুদ হাসান মামুন, মহানগরের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন এবং যুগ্ন আহ্বায়ক আফরোজা খানম নাসরিন
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন