কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজ থাকার তিনদিন পর ইব্রাহিম হোসেন (৮) নামের এক শিশুর মরদেহ গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচানো অবস্থায় সেফটি ট্যাংকি থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার শাকপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি সেফটি ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম হোসেন শাকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ৩০ মার্চ দুপুরে শিশু ইব্রাহিম বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ১ এপ্রিল রাতে ইব্রাহিমের বাবা আবুল কাশেম বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার বাড়ির পাশের একটি সেফটি ট্যাংকির মুখ খোলা থাকায় সেখানে একজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে।
বরুড়া থানার ওসি আসলাম সিকদার জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটিকে গলায় মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়েছে। মরদেহের গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচানো ছিলো।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন