তনুর ভাই আনোয়ার হোসেনের বন্ধু মিজানুর রহমান সোহাগ (২০) ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন। সোহাগ র্যাবের হাতে আটক বলে দাবি করেছেন তার পিতা।
ওই যুবকের পিতা নুরুল ইসলাম শনিবার কুমিল্লা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, ২৭ মার্চ কুমিল্লা সেনানিবাস সংলগ্ন কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়নসার গ্রামের নিজ বাড়ি থেকে রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে সোহাগকে তুলে নিয়ে যায়। তিনি ৩০ মার্চ বুড়িচং থানায় এ বিষয়ে সাধারণ ডায়রি করেছেন। তিনি বলেন, তনু হত্যার খবর টিভিতে দেখে তনুর ভাই তার বন্ধু দাবি করে তাকে ফোন দিয়েছিল সোহাগ। তখন তনুর ভাইয়ের ফোন বন্ধ ছিল। এরপর এলাকায় তনু হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ সংগঠিত করে সোহাগ। এসব অভিযোগেই তার ছেলেকে র্যাব তুলে নিয়ে গেছে বলে ধারণা করছেন নুরুল ইসলাম।
তিনি বলেন, ঘটনার পর থেকে আমাদের আশ-পাশের এলাকার অনেক যুবককেই আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। তাদের অনেককেই আবার ছেড়ে দেয়। সোহাগকে ফেরত না দেয়ায় ৩দিন পর বুড়িচং থানায় সাধারণ ডায়রি করেন। তিনি পুলিশ সুপার, র্যাব সবার সাথে যোগাযোগ করেছেন। কেউ তার ছেলের বিষয়ে খোঁজ দিতে পারেনি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বলেন, ছেলেকে পাওয়া যাচ্ছে না দাবি করে সোহাগের বাবা সাধারণ ডায়রি করেছেন। ডায়রিতে তনু হত্যায় র্যাব আটক করেছে এমন কথা উল্লেখ করেননি।
র্যাব-১১ কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর অধিনায়ক মেজর খুরশিদ আলম জানান, আমরা তনুর ঘটনায় সোহাগ নামে কাউকে আটক করিনি।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন