বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন বন্দরনগরী বেনাপোলের ভবারবেড় গ্রামের শুকুর আলীর ছেলে মঈন (১৮) ও দৌলতপুর গ্রামের ছাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৩১)।
রবিাবর দুপুরে তাদের থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন।
এর আগে, শনিবার দিবাগত রাতে বেনাপোল স্থলবন্দর এলাকার ভবারবেড় ও দৌলতপুর গ্রাম থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৬/মাহবুব