গাজীপুরের বেসরকারি তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রীনিবাস থেকে অমৃতা রানী কর (২১) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় অমর করের মেয়ে মৃত অমৃতা রানী ওই মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, অমৃতা বিকেলে ক্লাস থাকলেও যাননি। বিকেলে ক্লাস শেষে হোস্টেলে ফিরে ভেতর থেকে রুমের দরজা বন্ধ দেখতে পান তার রুমমেট ও সহপাঠীরা।
পরে তারা জানালায় উঁকি দিয়ে ফ্যানের সঙ্গে অমৃতার ঝুলন্ত মরদেহ দেখে জয়দেবপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. আতিকুর রহমান জানান, অমৃতা রানী আত্মহত্যা করেছে এটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন