গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ের পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, সকাল সোয়া ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
এদের মধ্যে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ইদ্রিস মোল্যার (৬০) পরিচয় জানা গেছে। তিনি খুলনার একটি পাটকলে চাকরি করেন।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন