চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদপাড়ায় কাজ করার সময় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের লাইনম্যান ইদ্রিস আলী (৪৯) মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইদ্রিস আলী আলমডাঙ্গা উপজেলার জামজামি ছত্রপাড়া গ্রামের মৃত ইজাল আলীর ছেলে।
চুয়াডাঙ্গা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের আবাসিক প্রকৌশলী সবুক্তগীন জানান, কাজ করতে গিয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গেলে ইদ্রিস আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৬/শরীফ