ফরিদপুর শহরতলীর পূর্ব গঙ্গাবর্দী নামক স্থানে আজ বৃহস্পতিবার পুলিশের একটি পিককাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী স্থানে পড়ে গেলে ১ পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী নামক স্থানে পুলিশ বহনকৃত পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া এক পথচারীকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে আলম বিশ্বাস নামে এক পথচারী মারাত্বকভাবে আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর সে মারা যায়। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের একটি পিকআপ ভ্যান ফরিদপুর থেকে মধুখালী উপজেলায় যাবার পথে দুর্ঘটনার শিকার হয়।
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৬/শরীফ