বড়পুকুরিয়ায় নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বাইরে যাওয়ার সময় চীনা কোম্পানির তামা বোঝাই ট্রাক আটক করেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মীরা। বুধবার রাত্র ৯টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সেনাবাহিনীর নিরাপত্তা গোয়েন্দারা ও তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বাহিনী ট্রাকটি আটক করেন।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ইনচার্জ মো. হযরত আলী সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে একটি ট্রাক বাইরে যাওয়ার সময় সেটিকে আটক করা হয়। পরে তল্লাশি করে ট্রাকে বোঝাই করা তামার তার পাওয়া যায়। তারগুলো কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী সুরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আটককৃত ট্রাকটি ও মালামাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠান চীনা কোম্পানির। এজন্য ওই কোম্পানির প্রকল্প পরিচালককে জানানো হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৬/ এস আহমেদ