পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন খাত থেকে উপার্জিত সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের ঘটনায় আরও তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, পটুয়াখালী অফিসের জেনারেল ম্যানেজার হাফিজ আহমেদ, সহকারি জেনারেল ম্যানেজার(অর্থ) রনজিৎ কুমার দেবনাথ ও হিসাব রক্ষক তারিবুল্লা আকন।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার পদে সদ্য যোগদানকারী বিধান রঞ্জন বৈশ্য বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড'র মানব সম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক দহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে কর্মকর্তাদের সামায়িকভাবে বরখাস্ত করা হয়।
এর আগে গত ৩ এপ্রিল পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ছয় কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই প্রতিষ্ঠানের প্রাক্তন ক্যাশিয়ার (কলাপাড়া উপজেলা জোনাল অফিসে কর্মরত) জায়েদা খানমকে বরখাস্ত করেন সদ্য বরখাস্ত হওয়া জিএম হাফিজ আহমেদ। এ ঘটনায় গত ৪ এপ্রিল জায়েদাকে আসামি করে জিএম হাফিজ আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর পর থেকেই জায়েদা খানম পলাতক রয়েছেন।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে সদ্য যোগদানকারী জিএম বিধান রঞ্জন বৈশ্য বলেন, সমিতির হিসাবে টাকা জমা না হওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ার ঘটনায় এ পর্যন্ত জিএমসহ চারজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অগ্রনী ব্যাংক পুরান বাজার শাখার এসটিডি-১৫ নম্বর হিসাবে টাকার গড়মিল দেখা দিলে ছয় কোটি ৪৬ লাখ টাকা জমা না হওয়ায় ঘটনা প্রকাশ পায়।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৬/ এস আহমেদ