টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমাণ আন্ডামান ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহপরীরদ্বীপ উত্তর পূর্ব পাড়া নাফনদী সুইচ গেইট এলাকা থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়্
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, শাহপরীরদ্বীপ কোস্টগার্ডের কন্টিজেন কমান্ডার পেটি অফিসার লিটন মিয়ার নেতৃত্বে বাহিনীর একদল সদস্যরা গোপন সংবাদে শাহপরীরদ্বীপ উত্তর পূর্ব পাড়া নাফনদী সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৫২৮ ক্যান আন্ডামান গোল্ড বিয়ার উদ্ধার করে। এ সময় কোস্টগার্ডে উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৬/মাহবুব