মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাটে মাইক্রোবাসের চাপায় ইতি আক্তার (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে কাওড়াকান্দি ঘাটে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইতি মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর নপ্তীকান্দি গ্রামের তোতা শেখের মেয়ে এবং মাদবরের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইতি বাবা মায়ের সাথে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় কাওড়াকান্দি ঘাটে রাস্তা পাড়াপাড়ের সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস চাপা তাকে দেয়। এসময় ঘটনাস্থলেই ইতি মারা যায়। এঘটনায় হাই ওয়ে পুলিশ ঘাতক মাইক্রোবাসের ড্রাইভার হান্নানকে আটক করে।
শিবচর থানার ওসি জাকির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ড্রাইভারকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৬/মাহবুব