সিলেটের বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সিলেটের দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এ ধর্মঘট চলছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল থেকে দেড় শতাধিক পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনগুলো তাদের জ্বালানি বিক্রি বন্ধ রেখেছে।
জানা যায়, সোমবার বিকেলে দক্ষিণ সুরমার বাইপাসস্থ সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রল ফিলিং স্টেশনে হামলা চালিয়ে লুটপাট করে কতিপয় যুবক। এ ঘটনায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করতে গেলে পুলিশ ফলিকের নাম বাদ দিতে বলে।
সিলেট সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জুবের আহমদ চৌধুরী বলেন, ‘আমরা ফলিকের নাম বাদ দিতে রাজি হইনি। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও ফল পাইনি। বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।’
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৯