পহেলা বৈশাখ উপলক্ষে নতুন জামা না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পাবনার বেড়া উপজেলার বনগ্রাম উত্তরপাড়ার অষ্টম শ্রেণির স্কুলছাত্র শাহীন (১৪)।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্কুলছাত্র শাহীন উপজেলার বনগ্রাম উত্তর পাড়ার আনজেল মিয়ার ছেলে ও বেড়া বিবি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, দরিদ্র পরিবারের সন্তান শাহীন। বাবা দিন মজুরির কাজ করে তার পড়াশুনার খরচ চালায়। পহেলা বৈশাখ উপলক্ষে নতুন পোষাক কেনার জন্য শাহীন বাবার কাছে বায়না ধরে। শাহীনের বাবা তার পোশাকের জন্য ৫শ টাকা দিলেও তার মন ওঠেনি। ভোর রাতে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন