নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকা থেকে একটি তক্ষক উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। এসময় নারীসহ ৬ জনকে আটক করা হয়। তাদের বহনকারী ঢাকা মেট্রো ক-১১-১৯৪৮ নং প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ।
গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে মিডিয়ার সামনে তাদেরকে হাজির করা হয়।
আটককৃতরা হচ্ছেন: ফুলবাড়িয়া থানার মাইজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪০), নাজিম উদ্দিনের মেয়ে রাহিমা (৩০), চট্টগ্রামের পটিয়া থানার আবুল কালামের ছেলে পিয়ার মিয়া (৩৮), গোপালগঞ্জ টুংগিপাড়ার সোলায়মান বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২৩), ফিরোজপুরের নাজিরপুর থানার আলম হালদারের ছেলে আকাশ হালদার (২০) ও পুরান ঢাকার আব্দুল মোন্নাফ মীরের ছেলে প্রাইভেট কার চালক আব্দুস সাত্তার (৩২)।
পুলিশ জানায়, জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে তক্ষক নিয়ে প্রাইভেট কার যোগে নেত্রকোনা দিয়ে ময়মনসিংহ রোডে যাওয়ার খবর পায় মডেল থানার পুলিশ।
এ খবরে পুলিশ শহরের বারহাট্টা রোডের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে সন্দেহজনকভাবে কলমাকান্দা থেকে আসা প্রাইভেট কারে অভিযান চালিয়ে তক্ষক উদ্ধার করে। এসময় নারীসহ ৬ জনকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয় বলে মডেল থানার ওসি মো. মাছুদুল আলম জানান। এরা সকলেই ব্যাবসায়ী বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ রশিদা