সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ অটোরিকশাযাত্রী।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ী মহল্লার মৃত গনি শেখের ছেলে মুক্তিযোদ্ধা চাঁন মিয়া (৬৫) ও গাড়াদহ গ্রামের মৃত ইমান আলীর ছেলে আব্দুল মান্নান (৬০)।
আহতদের মধ্যে শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ী মহল্লার গনি শেখের অপর ছেলে আইয়ুব আলীর (৪৮) নাম জানা গেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম জানান, পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা উল্লাপাড়ার দিকে যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা চাঁন মিয়া মারা যান ও আরো ৪ অটোরিকশা যাত্রী আহত হন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আব্দুল মান্নান।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন