কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৪৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০ টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সাহার আলী, সমাজ সেবার ফিল্ড সুপারভাইজার আব্দুল্লা আল কাফিসহ অনেকে।
সুত্র জানায়, প্রাথমিক স্তরে ২০ জন, মাধ্যমিক স্তরে ১৮ জন, উচ্চ মাধ্যমিক স্তরে ৭ জন ও উচ্চতর স্তরে ২ জনসহ মোট ৪৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ৩ লক্ষ ৩৪ হাজার ৮শ’ টাকার উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৪