মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে পুনরায় ময়না তদন্তের জন্য খানসামার আঙ্গারপাড়া ইউপির ছিট আলোকডিহি গ্রামের কৃষক ইছাহাক আলী কান্দুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
৪ মাস ৪ দিন পর আজ সকাল সাড়ে ১১ টায় দিনাজপুরের খানসামায় কবর থেকে লাশ উত্তোলন করে পুন:রায় ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
এসময় খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: সাজেবুর রহমান, দিনাজপুর পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দীন ও তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া উপস্থিত ছিলেন।
এদিকে নিহত কৃষক ইছাহাক আলী কান্দুর কবর থেকে লাশ উত্তোলনের খবর পেয়ে উপজেলার হাজার হাজার মানুষ কবরস্থানের পাশে ভীড় জমায় এবং পরিবারের সদস্যদের আহাজারীতে এলাকা ভারি হয়ে উঠে।
উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর জমি নিয়ে সংঘর্ষে দিনাজপুরের খানসামায় কৃষক ইছাহাক আলী কান্দু (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়। পরে নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে মামলা করেন। পুলিশ ইনভেষ্টিগেশন ব্যুরো (পিবিআই) এ মামলার তদন্ত করছেন।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৮