ফরিদপুরের ভাংগা উপজেলার হাইওয়ে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে ১১শ ৯২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৮ ও সিপিসি-২ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল মঙ্গলবার দুপুরে এ ফেনসিডিল আটক করে।
র্যাব সূত্রে জানা গেছে, যশোর থেকে মিনি ট্রাকে করে ফেনসিডিল চট্রগ্রামে নেয়া হচ্ছে এমন খবরের ভিক্তিতে মেজর আব্দুলাহ আল হাসান ও এএসপি মোঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল ভাংগা চৌরাস্তা সংলগ্ন স্থানে চেকপোষ্ট বসায়।
এসময় পিয়াজ বহনকৃত একটি মিনি ট্রাককে থামার নির্দেশ দিলে ট্রাকের চালক ট্রাকটি না থামিয়ে দ্রুতবেগে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে ট্রাকটিকে আটক করে তল্লাসী চালানো হয়।
এসময় পিয়াজের চারটি বস্তার মধ্যে ১১শ ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় যশোর জেলার মনিরামপুর থানার সুন্দলপুর গ্রামের আঃ মজিদ সরদারের ছেলে মাহবুব সরদার (২৬) ও একই জেলার মনিরামপুর থানার শ্যামপুর গ্রামের শের আলী গাজীর ছেলে আব্দুস সালামকে (২৬)।
জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, দীর্ঘদিন ধরে তারা ফেনসিডিল ব্যবসা করে আসছে। এ ব্যাপারে ভাংগা থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৯