দাবীকৃত চাঁদা না দেয়ায় গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম শিমুলকে পথরোধ করে লাঞ্চিত করেছে দুষ্কৃতিকারীরা। সোমবার রাত ১০টায় উপজেলার রাজেন্দ্রপুর বাজার আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যবলীগ নেতা শিমুল দুষ্কৃতিকারীদের অভিযুক্ত করে শ্রীপুৃর থানায় লিখত অভিযোগ দায়ের করেছে।
নূরুল ইসলাম শিমুল জানান, গত শুক্রবার রাজেন্দ্রপুর পদ্মা গেইট এলাকায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স নূর এন্টার প্রাইজে গিয়ে সন্ধ্যায় স্থানীয় শেখ সুমন, সেলিম, হোন্ডা বাবু, সাজ্জাদ, রিফাত ও তাদের ৮/১০ জন সহযোগী দেড় লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না দেয়ায় সোমবার রাত ১০টায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে রাজেন্দ্রপুর বাজারের আইডিয়াল স্কুলের সামনে দুষ্কৃতিকারীরা শিমুলের ব্যবহৃত প্রাইভেটকার (নং গ-২২-১৮২৯) পথরোধ করে। পরে প্রাইভেটকার থেকে নামিয়ে তাকে লাঞ্চিত করে।
এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। এ ঘটনায় আগামীকাল (বুধবার) বিকেল ৪টায় রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের আয়োজনে রাজেন্দ্রপুর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ হিমেল-২১