বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে মারপিটের মামলার গ্রেফতারি পরোয়ানা মূলে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তারা হলেন উপজেলা কদিম হাঁসড়া গ্রামের মৃত দারোগ আলীর ছেলে হাফিজুর রহমান ও তার ছেলে আব্দুল মোমিন।
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক জানান, মারপিট মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৬/মাহবুব