জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আপনারা যারা মাছ ব্যবসার সাথে সম্পৃক্ত তাঁরা সবাই কোয়ালিটি এবং কোয়ানটিটি নিশ্চিত করবেন। তাহলে দেখবেন যে পরিমাণ মাছ দেশে বিক্রি হচ্ছে তার চাইতে দশ গুণ বেশি দেশের বাইরে রফতানি করতে পারবেন।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ভার্গো ফিস এন্ড এগ্রো প্রসেসিং লি. এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভার্গো ফিস এন্ড এগ্রো প্রসেসিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) শাফায়াত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীর চেয়ারম্যান সৈয়দা মাহবুবা আক্তার। এসময় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, মৎস অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মিত্ত রঞ্জন বিশ্বাস, ইসলামী ব্যাংকের এভিপি মোহন মিয়া খান প্রমুখ।
সৈয়দ আশরাফ আরও বলেন, বাংলাদেশের মাছের চাহিদা ইউরোপ এবং আমেরিকায় রয়েছে। আমরা যদি মান রক্ষা করতে পারি তাহলে এটার একটা বিশাল চাহিদা সেখানে সৃষ্টি হবে। আর আপনারা যদি মনে করেন কোয়ালিটি খারাপ দিবেন, তাহলে সেসব দেশে রফতানি করতে পারবেন না।
এর আগে মন্ত্রী ভার্গো ফিস এন্ড এগ্রো প্রসেসিং লি. এর ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন এবং কোম্পানির বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৬/মাহবুব