গাড়ির আমদানি শুল্ক বাবদ ৪ লাখ ২৩ হাজার ৮৫১ টাকা রাজস্ব ফাঁকি মামলায় বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেলের সাবেক সহকারী পরিচালক (ইঞ্জিন) মো. আবু আশরাফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতের বিচারক নিশাদুজ্জামান তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় সরকারের পক্ষে ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মো. আব্দুর রহিম ও অ্যাডভোকেট সিরাজ উদ দৌলা।
আসামির পক্ষে ছিলেন বিআরটিএ নিযুক্ত আইনজীবী সিরাজুল মোস্তফা, আহমদ কবির ও মুহাম্মদ রফিক।
আবু আশরাফ সিদ্দিকী বর্তমানে ঢাকা কেরানীগঞ্জের ইকুরিয়ায় সহকারী পরিচালক পদে রয়েছেন। তিনি লক্ষ্মীপুর জেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার হাজী মাহবুব উল্লাহর ছেলে।
এর আগে ১১ এপ্রিল সোমবার মো. আবু আশরাফ সিদ্দিকীর বর্তমান কর্মস্থল কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তদন্তকারী কর্মকর্তা মির্জা জাহিদুল আলম জানান, মো. আবু আশরাফ সিদ্দিকী ক্ষমতার অপব্যবহার করে গাড়ির আমদানি শুল্ক ফাঁকি দিয়ে সরকারের ৪ লাখ ২৩ হাজার ৮৫১ টাকা আত্মসাৎ করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মো. আব্দুর রহিম জানান, বিআরটিএ'র কক্সবাজার সার্কেলের সাবেক সহকারী পরিচালক (ইঞ্জিন) মো. আবু আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় চারটি মামলা হয়। মামলা নং-জিআর-৯৯৪/১২, ৯৯৫/১২, ৯৯৬/১২ এবং ৯৯৭/১২। এসব মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
কক্সবাজার কোর্ট ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন জানান, আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ