বাগেরহাটের রামপালে স্ত্রী হাসিনা বেগমকে (৩০) হত্যার দায়ে স্বামী হাবিব সরদারের (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে জেলা ও দয়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান আসামির উপস্থিতি এই রায় প্রদান করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাবিব সরদার বাগেরহাটের রামপাল উপজেলার গুনাই গ্রামের জহির সরদারের ছেলে। অন্যদিক, তার স্ত্রী হাসিনা বেগম মংলার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি সুপারী কারখানার শ্রমিক ছিলেন। তাদের ১১ বছরের একটি মেয়ে রয়েছে।
আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ২১ অক্টোরব সকালে আসামী হাবিব সরদার তার স্ত্রী হাসিনা বেগমকে (৩০) কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির পাশের চিংড়ি ঘেরে রেখে পালিয়ে যায়। পুলিশ ওই দিনই স্বামী হাবিবকে খুলনা থেকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শামসুল মোল্লা বাদী হয়ে তার ভগ্নিপতি মো. হাবিব সরদারকে আসামি করে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সে তার স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এরপর রামপাল থানার তৎকালীন উপ-পরিদর্শক ঠাকুর দাস মণ্ডল একই বছরের ৩১ ডিসেম্বর একমাত্র আসামি হিসেবে স্বামী হাবিব সরদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটির দীর্ঘ শুনানী শেষে আসামী হাবিব সরদারের বিরুদ্ধে স্ত্রী হাসিনা বেগমকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামির উপস্থিতিতে ফাঁসির আদেশ দেন।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৬/মাহবুব