সিরাজগঞ্জের সলঙ্গায় চুরির অভিযোগে দায়ের করা মামলায় আক্তার হোসেন (৩০) নামে নবনির্বাচিত এক ইউপি সদস্যকে আটক করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে স্থানীয় ঘুড়কা বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করেন।
আটক আক্তার হোসেন থানার ঘুড়কা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য ও রয়হাটি গ্রামের আমাজাদ হোসেনের ছেলে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, আটক ইউপি সদস্য আক্তার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। সম্প্রতি বগুড়া জেলার একটি চুরির মামলায় আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এ মামলায় তাকে আটকের পর বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৬/মাহবুব