ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ লিটুর উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁও সদর থানায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে সাংবাদিক আব্দুল লতিফ লিটু এই মামলা দায়ের করেন।
আসামিরা হলেন- সদর উপজেলার জামালপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, আল মামুন, রাসেলসহ অজ্ঞাত ৫/৬ জন।
প্রসঙ্গত, গত রবিবার শিবগঞ্জ এলাকায় আল মামুন সহ কয়েকজন সাংবাদিক আব্দুল লতিফ লিটুর পথরোধ করে। পরে ওই স্থান থেকে কোন রকমে আব্দুল লতিফ পালিয়ে বাড়িতে চলে আসে। পরে রাত ১০টার দিকে তার বাড়িতে হামলা করে ওই সন্ত্রাসীরা। এ সময় লিটুকে বেধড়ক পিটিয়ে আহত করে তারা। পরে অপহরণের উদ্দেশ্যে লিটুকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। তখন সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা লিটুকে রাতেই ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
সাংবাদিক আব্দুল লতিফ লিটু জানান, ''জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়েছে। আমি থানায় অপহরনের এজাহার দাখিল করলেও থানা সাধারণ মামলা হিসেবে রুজু করেছে।''
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ তাৎক্ষনিকভাবে সাংবাদিক আব্দুল লতিফের বাড়িতে গিয়েছে। যেহেতু মামলা দায়ের হয়েছে অতি দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ