ফরিদপুর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের ভেতর থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার বেলা দশটার দিকে হাসপাতালের ওই লেবার ওয়ার্ড থেকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে হাসপাতালের ভর্তি অন্য প্রসূতি ও অবিভাবকদের মধ্যে আতংক বিরাজ করছে।
চুরি হওয়া নবজাতকের স্বজনেরা জানান, জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল শেখের স্ত্রী পারভীন বেগম মঙ্গলবার সকালে প্রসব বেদনা নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
সকাল ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পারভিন একটি পুত্র সন্তানের জন্ম দেন। এসময় লেবার ওয়ার্ডে প্রসূতি পারভীনের সঙ্গে তাঁর মা আলেকজান বেগম ছিলেন। সকালে ওষুধ আনার জন্য তিনি বাইরে যায়। এ সময় অজ্ঞাত পরিচয় এক মহিলা ঐ ওয়ার্ডে এসে পারভীনের সাথে আলাপ জমিয়ে এক পর্যায়ে কৌশলে শিশুটিকে নিয়ে চলে যান।
পরে ঘটনাটি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। নজরুল-পারভীন দম্পতির এটি প্রথম সন্তান। এ ঘটনায় তারা এখন পাগল প্রায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তিনি জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, নবজাতক চুরির ঘটনায় সদর হাসপাতালে থাকা অন্য রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/ হিমেল-০৭