চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪টি পিস্তুল, ২০ রাউন্ড গুলি, ৮টি ম্যাগজিন ও ৭৩১ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শিবগঞ্জ থানা পুলিশ আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ তল্লাশি চালায়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন: রাজশাহী জেলার চারঘাট উপজেলার টাঙ্গল গ্রামের বিশ্বাস সরদারের ছেলে ট্রাক চালক মোস্তফা কামাল (২৮) ও একই জেলার মতিহার থানার চরকাজলা গ্রামের আবু তালেবের ছেলে চালকের সহকারী মাসুদ রানা (৩২)।
শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এঘটনায় অস্ত্র ও মাদক আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল, ২০১৬/ রশিদা