ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার অভিযোগে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাওয়ালটি ইউনিয়ন থেকে মঙ্গলবার গভীর রাতে চার জনকে গ্রেফতার করা হয়।
এরা হচ্ছেন- দুই ভাই আলমগীর (২১) ও জাহাঙ্গীর (২৪), শস্যমালা ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন (৪৪) এবং হাছান আলী (২২)। এ ঘটনায় ডিবি পুলিশ বুধবার বাদী হয়ে এই চার সদস্যের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মফিজুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে নাশকতার উদ্দেশ্যে আলমগীরের বাড়িতে গোপন বৈঠক করছিল তাঁরা। পরে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, তাঁরা জেএমবি’র সক্রিয় সদস্য। গ্রেফতারের সময় বোমা তৈরীর সরঞ্জামসহ বিপুল পরিমাণ জেহাদী বই জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৮