মাদারীপুর জেলার কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কালকিনির পৌর মেয়রকে লাল গালিচা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। অভিযোগ উঠেছে, ছাত্র-ছাত্রীদের জোর করে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে এ অনুষ্ঠান করা হয়েছে।
আজ বুধবার সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত স্কুলের কোমলমতি সহস্রাাধিক শিশুদের প্রায় ১ কি.মি. সড়কজুড়ে রৌদ্রের মাঝে দেড়ঘণ্টা দাঁড় করিয়ে এ সংবর্ধনা দেয়া হয়। স্কুল বন্ধ থাকলেও এ ঘটনায় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিন ও স্কুল সূত্রে জানা যায়, পৌর মেয়র মো. এনায়েত হোসেন কালকিনি পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান শাহিন ও স্কুল শিক্ষকরা মিলে মেয়রকে সংবর্ধনা দেন। কোমলমতি ছাত্র-ছাত্রীদের রৌদ্রের মধ্যে রাস্তায় দাঁড় করিয়ে রেখে কাউকে সংবর্ধনা কিংবা স্বাগতম জানানোর বিষয়ে নিষেধ থাকলেও তা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিবাবক বলেন, ছেলে মেয়েদের স্কুলে পাঠাই পড়া-লেখা শেখার জন্য অথচ তাদের রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে স্কুল কমিটি ও শিক্ষকদের স্বার্থ রক্ষা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আবুল বাশার, কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা প্রমুখ।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়ত বিশেষ ব্যক্তিদের এমন সংবর্ধনা দিয়ে থাকি। তবে ছাত্র-ছাত্রীদের রাস্তায় দাড় করানো হয়নি। স্কুলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/শরীফ