বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের মাথায় কলম দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
আজ সকাল সাড়ে ১১টায় ঐ স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক মোস্তফা কামাল এ ঘটনা ঘটান বলে জানা গেছে। এতে গুরুত্বর আহত হয়েছে মানজারুল হাসান নাদিম নামের ঐ ছাত্র।
পরে আহত অবস্থায় নাদিমকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ছাত্রের বাবা মামুনুর রশীদ নোমানী এ ঘটনার বিচার চেয়ে বলেন, ইংরেজী ক্লাশ চলার সময় সহপাঠী উৎস্য নাদিমের চুল ধরে টান দেয়। এই দৃশ্য দেখার পর শিক্ষক মোস্তফা কামাল তার হাতে থাকা কলম দিয়ে নাদিমের মাথায় আঘাত করে। এতে সে জখম হয়। বিষয়টি অপর এক শিক্ষক আমাকে জানানোর পর আমি নাদিমকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে যাই।
এ ব্যাপারে শেরে-ই বাংলা মেডিকেলের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়সাল বিল্লাহ জানান, বলপেনের খোঁচায় শিশু নাদিমের মাথার উপরে ক্ষত হয়েছে। এটা তেমন কিছু না। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সে দ্রুত সেরে উঠবে।
তবে অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফা বলেন, তিনি ক্লাশে হাজিরা নিচ্ছিলেন। এ সময় ছেলেরা হৈ-চৈ করছিলো কিছু শোনা যাচ্ছিলো না। নামিদ মাথা নড়াচড়া করলে তার হাতে থাকা কলমে নাদিমের মাথায় একটু খোঁচা লাগে। এটি একটি অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে তিনি আরো বলেন, বিষয়টি তার অভিভাবকের সাথে কথা বলে মিটিয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে জানতে মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর সিরাজুল ইসলাম উকিলের টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৬/ হিমেল-১০