বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিরাপত্তা রক্ষায় পুরো ক্যাম্পাস ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে ক্যাম্পাসের একটি বৃহৎ অংশকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা দেওয়ার জন্য চালু করা হচ্ছে বায়োমেট্র্রিক পদ্ধতি।
বুধবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় ক্যাম্পাসের একটি বৃহৎ অংশকে ইতিমধ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন, সেমিনার কক্ষ, বিজ্ঞান গবেষণাগার, বিভাগ ও দপ্তর সমূহ সিসিটিভির আওতায় আনা হচ্ছে।
একই সাথে প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে আগামী ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা প্রথা শুরু হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৬/ হিমেল-১২