কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিনব কায়দায় আজ বুধবার ভোরে মরিচ্যা বাজার এলাকা থেকে ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ইউপি সদস্য হলদিয়াপালং ৩নং ওয়ার্ডের মৃত-বাঁচা মিয়া চৌধুরী ছেলে। বাকিরা হলেন একই ইউনিয়নের সুলতান আহমদের ছেলে সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আমিনুল হক আমিনের সত্ ভাই সিরাজুল হক (৩৬) এবং টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা গ্রামের সুলতান আহমদের ছেলে তৈয়ব আলী (৩৯)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইয়াবা নিয়ে উখিয়া আসার পথে মেরিন ড্রাইভ সড়কে একটি সিএনজি গাড়ি তল্লাশি চালিয়ে তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিনব কায়দায় অভিযান চালিয়ে মরিচ্যা বাজার স্টেশন থেকে আরো ২জনকে গ্রেফতার করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আজ বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/শরীফ