অর্থ আত্মসাতের অভিযোগে পটিয়া উপজেলার প্রকৌশলী জিয়াউল হক দুলালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর আগ্রাবাদ থেকে দুর্নীতি দমন কমিশনের একটি দল তাকে গ্রেফতার করে।
দুদক পরিচালক আজিজ ভূইয়া জানান, ২০১৩-১৪ অর্থবছরে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় গ্রামীণ উন্নয়নের একটি প্রকল্পের দায়িত্বে ছিলেন প্রকৌশলী জিয়াউল হক। ঐ প্রকল্পের কাজ শেষ না করে ৬ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বর্তমান পটিয়ার ওই উপজেলা প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ৮ মার্চ এ ঘটনায় বাঘাইছড়ি থানায় একটি মামলা (মামলা নম্বর ১) দায়ের করে দুদক। ওই মামলায় তাকে গ্রেফতার করেছে কমিশন।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন