নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারের মোড় এলাকায় বালু বোঝাই ট্রাকের সাথে ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩জন। আহতদেরকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেল পৌনে ৬টার দিকে।
নিহতরা হলেন, জেলার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের সুতিহাট গোবিন্দপুর গ্রামের ইছাহাক আলী (৭৫), আর ইছাহাকের ছেলে আনোয়ার হোসেন (৩৫), নওগাঁ সদর থানার গাহেলাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শহিদুল ইসলাম (২৫), মান্দার আজিজুলের ছেলে কামাল হোসেন (২৫), নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামের স্বপন পাটোয়ারির ছেলে আদিল রহমান (৪২)।
আর আহতরা হলেন, হাসান আলী (২৬), মোহাম্মদ আলী (৩৬) ও জাহিদুল ইসলাম (৩৫)। এদের সকলের বাড়ি জেলার মান্দা উপজেলায়।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, বিকেল পৌনে ৬টার দিকে মহাদেবপুর থেকে ঢাকা মেট্রো-ন-৯৮৩২ নম্বরের একটি বালু বোঝাইকৃত ট্রাক নওগাঁর দিকে আসছিল। আর নওগাঁ শহর থেকে একটি ইজিবাইক ৮জন যাত্রী নিয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারের মোড় হাঁপানিয়ার দিকে যাচ্ছিল। এ সময় ডাক্তারের মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুতগামী ওই বালু বোঝাই ট্রাকটি ইজিবাইককে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ৪জন যাত্রী মারা যায়। আর সাথে সাথে আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে আরো একজন মারা যায়। এ দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী টিম উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এবং সদর থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের উক্ত স্থানের সড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টা পর সন্ধ্যা ৭টার দিকে ওই সড়কের আবারো যানবাহন চলাচল শুরু হয়।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজার রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন