লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় আলামিন হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাজরানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র উপজেলার ভোটমারী ইউনিয়নের শহিদার রহমানের ছেলে এবং হাজরানিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানান, লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কের ভোটমারীর হাজরানিয়া বাজরে রাস্তা পার হবার সময় বিপরিত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় ঘাতক ফরিদপুর -ট ১১-০২৯৫ ট্রাকটি পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে আটক করে। পরে কালীগঞ্জ থানায় খবর দিলে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন