ঝিনাইদহ সদর উপজেলার কনেজপুর গ্রামে বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ১৫টি ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এ সময় আগুনে ৩ জন দগ্ধ, বিদ্যুৎস্পৃষ্টসহ বিভিন্ন ভাবে ১১ জন আহত হয়েছেন।
দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন, কনেজপুর গ্রামের সবেদ আলীর ছেলে মনজের, আবু সাইদ, সনজের আলী, ওমর আলীর স্ত্রী জহুরা, সাইদের স্ত্রী সারজিনা খাতুন, মনজের আলীর স্ত্রী সাজেদা খাতুন, গনজের আলীর স্ত্রী মাজেদা খাতুন, সবেদ আলীর মেয়ে তানজেদা খাতুন, নুরুল ইসলামের ছেলে রুহুল আমীন, তনজের আলীর স্ত্রী রাশিদা খাতুন ও তক্কলের আলীর স্ত্রী ছবিরণ নেছা।
কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী জানান, বুধবার রাত ৭টার দিকে কনেজপুর গ্রামের সনজের আলীর একটি রান্নাঘর থেকে আগুন ধরে যায়। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে একে একে সনজের আলী, মনজের আলী, তনজের আলী, গনজের আলী ও আবু সাইদসহ ৭ জনের বাড়ি ভস্মিভূত হয়। আগুনে নগদ টাকা, ঘরের আসবাবপত্রসহ সংসারের ব্যবহার্য্য দ্রব্যাদিসহ আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়।
ঝিনাইদহ দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লা জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘন্টা চেষ্টার পর দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে আনুমানিক ১০ লাখ টাকার সম্পদ ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, আগুনে দগ্ধ ৩ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন