ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটভাঙ্গার কাজে ব্যবহৃত একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ২০ যাত্রী আহত হয়েছেন।
বুধবার দিবাগত গভীর রাতে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ডাউটিয়া এলাকায় পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে ইটভাঙ্গা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ শ্রমিক নিহত হন। এসময় বাসটি খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।
নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব