বাংলা নববর্ষ ১৪২৩ কে বরণ করে নিতে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হচ্ছে নানা কর্মসূচী। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে বরণ অনুষ্ঠানের সূচনা করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান এ শোভাযাত্রার নেতৃত্ব দেন। পরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ইলিশবিহীন পান্তাভোজ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, সহকারী কমিশনার(ভূমি) মো. নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হাসান ও পৌরসভার কাউন্সিলর তপন পোদ্দার।
এছাড়া, বর্ষবরণ উপলক্ষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্ধের হাড়ি ভাঙ্গা, তৈলাক্ত কলাগাছে আরোহন, রশি টানাটানি ও মহিলাদের জন্য বালিশ বদল খেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব