নানা আয়োজনে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষর্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী লাঠি খেলোয়াড়রা শোভাযাত্রায় নেচে গেয়ে তাদের লাঠিখেলা প্রদর্শন করেন। আর অংশগ্রহণকারীরাও রঙ বেরঙের পোশাক ও মুখোশ পরে শোভাযাত্রাকে বর্ণিল করে তোলেন। এ ছাড়া আমাদের কিশোরগঞ্জ, গণ একতা কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে মঙল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আসাদউল্লাহ অংশগ্রহণ করেন।
বাংলা নববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে তিন দিনব্যাপী বৈশাখি মেলারও আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঘুড়ি উড়ানো, মোরগ লড়াই, লাঠি খেলা, ম্যারাথন দৌড়, কাবাডি খেলা, গোল্লাছুট ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৬/ রশিদা