টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙ্গালীয়ানার পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টর মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
এদিকে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এক পান্তা ইলিশের আয়োজন করা হয়। এর আগে বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সহসভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। শেষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পরিবারবর্গ পান্তা ইলিশ খাওয়ায় অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৬/ রশিদা