এলো নতুনের ডাক। আর সেই ডাকে সাড়া দিয়ে সব ধর্ম বর্ণের মানুষ এক সাথে স্বাগত জানালো নতুন বছরকে। প্রভাতের প্রথম সূর্য নিয়ে এলো বাংলা নতুন বছর বঙ্গাব্দ ১৪২৩। সকাল থেকেই রং বেরঙের পোশাক পরে শিশু, সকল বয়সের নারী-পুরুষ একসাথে মেতে ওঠে নতুন বছরকে বরণ করতে।
নতুন বছরকে বরণ করে নিতে গোপালগঞ্জে ছিল বিভিন্ন আয়োজন। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় পৌর পার্কের লেক পাড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষবরণের গান “এসো হে বৈশাখ এসো এসো” ও কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের বর্ষবরণের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু করা হয়। রং-বেরঙের ফুলের সাজসজ্জা আর লাল-সাদা ও হলুদ পোশাকে উৎসব প্রাঙ্গণকে বর্ণিল করে তোলে।
সকাল থেকে গোপালগঞ্জ পৌরসভা, উদীচী শিল্পী গোষ্ঠী, গোপালগঞ্জ আইডিয়াল একাডেমি, বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বিনাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়, অর্নিবাণ স্কুল, সোনালী স্বপ্ন একাডেমি, জেলা আইনজীবী সমিতি, বিভিন্ন সাংস্কৃতিক, ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
র্যালিতে অংশকারীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে। এরপর শুরু হয় পান্তা খাওয়ার চিরাচরিত অনুষ্ঠান।
এদিকে, গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ক্যাম্পাসে নানা আয়োজনে বর্ষবরণ করা হয়। এ ছাড়া জেলার বাকি উপজেলাগুলোতেও আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৬/ রশিদা