মাদারীপুরে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন করেছে। বৃহস্পতিবার ভোর ৬টায় জেলা শিল্পকলা একাডেমির রবীন্দ্র সংগীত দিয়ে দিনের শুভ সুচনা করা হয়। সকাল সাড়ে ৭ টায় জেলা প্রশাসনের উদ্যেগে ও মাদারীপুর পৌরসভার ব্যবস্থাপনায় জেলা সদর শহীদ মিনার চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা।
মাদারীপুরের জেহলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস,পলিশ সুপার মো. সরোয়ার হোসেন, পৌর মেয়র মো খালিদ হোসেন ইয়াদের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলা নববর্ষ উপলক্ষে শহীদ মিনার চত্বরে ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৬/ রশিদা