ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহে চলছে বর্ষবরণ উৎসব। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ৭টায় শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রং-বেরঙেরর ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে ঢাকঢোল পিটিয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের প্রেরণা ’৭১ চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আকরামূল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পুরাতন ডিসি অফিস চত্বরে ২০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
সংসদ সদস্য মো. আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এছাড়া দিনব্যাপী লাঠি খেলা, ঝাপান খেলা, হা-ডু-ডু খেলা, ঘুড়ি ওড়ানো প্রতিযোগতার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৬/ রশিদা